Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Monitoring Iftar bazar at rangamati Sador
Details

অদ্য ১৩ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙ্গামাটি জেলা কার্যালয়ের পক্ষ থেকে নিরাপদ খাদ্য অফিসার জনাব মুনতাসির মাহমুদ এর নের্তৃত্বে শহরের বনরূপা ও কলেজ গেট এরিয়ার বিভিন্ন ইফতার বাজার মনিটরিং করা হয়। এ সময় ইফতার প্রস্তুত কারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, ক্ষতিকর রঙ ও ক্যামিকেল ব্যবহার না করা ও নিরাপদ উপায়ে ইফতার প্রস্তুত ও বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া লিফলেট, মাস্ক, ক্যাপ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডি এস আই জনাব সেলিম সালাহউদ্দিন এবং জেলা কার্যালয়ের কর্মচারীগণ

Attachments
Publish Date
13/03/2024
Archieve Date
30/03/2025