নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে দেশব্যাপী নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের ২৩.১০.২০২২ খ্রি. তারিখের ১৩.০০.০০০০.০৬৬.০৬.০০৫.২০-২৮৮ সংখ্যক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত রাঙ্গামাটি সদর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি নিম্নরুপে গঠন করা হলো:
১। উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গামাটি সদর উপজেলা-সভাপতি;
২। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা;
৩। উপজেলা কৃষি কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা ;
৪। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা;
৫। সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা;
৬। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রাঙ্গামাটি সদর উপজেলা ;
৭। ভারপ্রাপ্ত কর্মকর্তা , সংশ্লিষ্ট পুলিশ স্টেশন, রাঙ্গামাটি সদর উপজেলা ;
৮। উপজেলা সমাজসেবা কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা;
৯। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা;
১০। উপসহকারী প্রকৌশলী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি সদর উপজেলা;
১১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা;
১২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাঙ্গামাটি সদর উপজেলা;
১৩। চেয়ারম্যান, বালুখালী ইউনিয়ন পরিষদ, রাঙ্গামাটি সদর;
১৪। জনাব রফিক আহমেদ তালুকদার, সহ-সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ;
১৫। ক ) জনাব তপন কান্তি পাল ,মেসার্স তন্ময় অটোরাইচ মিলস ,মানিকছড়ি, সাপছড়ি ইউনিয়ন ;
খ ) জনাব মোঃ নুরুল আলম চৌধুরী ,মেসার্স এন আলম ট্রেডার্স , রাঙ্গামাটি ;
১৬। ক ) জনাব সুব্রত দেওয়ান , মোনঘর বেকারী ;
খ ) জনাব বিনতি চাকমা , জুম ফ্রোজেন ;
১৭। ক ) জনাব মশিউর রহমান, মরিয়ম ফুডস ;
খ ) জনাব শিরিন সুলতানা , এস এস এগ্রো প্রোডাক্ট ;
১৮। জনাব বিজয়গিরি চাকমা, প্রাক্তন চেয়ারম্যান , বালুখালী ইউনিয়ন পরিষদ ,রাঙ্গামাটি সদর ;
১৯। জনাব মোঃ হান্নান, প্রতিনিধি , দৈনিক রাঙ্গামাটি , রাঙ্গামাটি পার্বত্য জেলা ;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস